প্রবাহি তড়িৎ

Show Important Question


1) কোনও কোষের তড়িচ্চালক বলের একক হচ্ছে:
A) অ্যাম্পিয়ার
B) ভোল্ট
C) ওহম
D) কুলম্ব

2) দুটি তার একই বস্তু দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের, কিন্তু একটি তারের ব্যাসার্ধ অপর তারের দ্বিগুণ। তাদের রোধের অনুপাত হল
A) 4:1
B) 2:1
C) 1:2
D) 1:4

3) ভূ-পৃষ্ঠের সঙ্গে যুক্ত পরিবাহীর বিভব সবসময়
A) পজিটিভ হয়
B) নেগেটিভ হয়
C) শূন্য হয়
D) কোনোটিই নয়

4) সরল কোষ বা ভোল্টীয় কোষ আবিষ্কার করেন
A) ভোল্ট
B) উইলিয়াম গিলবার্ট
C) থেলস
D) কেউই নয়

5) কোন পরিবাহীর দুই প্রান্তের বিভদ প্রভেদ বাড়লে পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা
A) কমে
B) বাড়ে
C) একই থাকে
D) কোনোটিই নয়

6) কোষের বিভব প্রভেদ সব সময় তড়িৎ-চালক বলের থেকে
A) বেশি হয়
B) কম হয়
C) অনেক বেশি হয়
D) সমান হয়

7) বৈদ্যতিক হিটারে থাকে—
A) নাইক্রোম তার
B) টাংস্টেন তার
C) তামার তার
D) ক্রোমিয়াম তার

8) S.I. পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হল
A) ভোল্ট
B) অ্যাম্পিয়ার
C) কুলম্ব
D) কোনোটিই নয়

9) সরল কোষের তড়িৎ-চালক বলের মান
A) 1.8 ভোল্ট
B) 1.08 ভোল্ট
C) 1.008 ভোল্ট
D) 0.08 ভোল্ট

10) রোধের S.I. একক
A) ওহম্ (Ω)
B) ওহম-সেমি
C) মো
D) কোনোটিই নয়

11) সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে
A) রোধ বেড়ে যায়
B) রোধ কমে যায়
C) একই থাকে
D) কোনোটিই নয়

12) 1 কিলোওয়াট = কত ওয়াট?
A) 100 ওয়াট
B) 1000 ওয়াট
C) 10,000 ওয়াট
D) কোনোটিই নয়

13) যে তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় এক থাকে, তাকে বলে—
A) সমপ্রবাহ (DC)
B) পরিবর্তী প্রবাহ (AC)
C) উভয়েই
D) কোনোটিই নয়

14) ওহম হল
A) ভোল্ট x অ্যাম্পিয়ার
B) ভোল্ট ÷ অ্যাম্পিয়ার
C) অ্যাম্পিয়ার ÷ ভোল্ট
D) কোনোটিই নয়

15) বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন্ তার থাকে?
A) টাংস্টেন তার
B) নাইক্রোম তার
C) তামার তার
D) অ্যালুমিনিয়াম তার

16) রোধাঙ্কের একক হল
A) ওহম্‌-সেমি
B) ওহম্‌-মিটার
C) ওহম
D) (a) ও (b) উভয়েই

17) The electric appliances in a house are connected / কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় ?
A) in series/ শ্রেণিসজ্জায়
B) in parallel/ সমান্তরাল সজ্জায়
C) either in series or in parallel./ শ্রেণীসজ্জায় বা সমান্তরাল সজ্জায়
D) both in series and in parallel./ শ্রেণীসজ্জায় এবং সমান্তরাল সজ্জায়

18) Basically domestic electric wiring is a / সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি ?
A) parallel connection/ সমান্তরাল সজ্জা
B) series connection/ শ্রেণি সজ্জা
C) combination of series and parallel connections/ শ্রেণি ও সমান্তরাল সজ্জা
D) None of the above/ উপরের কোনোটিই নয়